৫৬-তে পা শাহরুখের, জন্মদিনের পরিকল্পনা বদল আরিয়ানের কারণে!

আজ ২ নভেম্বর। ক্যালেন্ডারের পাতার এই দিন এ উপমহাদেশের কয়েক কোটি মানুষের জন্য খুব বিশেষ। কারণ আজ তাদের প্রিয় তারকার জন্মদিন।
আজ ৫৬ বছরে পা রাখলেন বলিউডের 'কিং অব রোমান্স'। রাজ, রাহুল থেকে কখনো কবীর খান কিংবা মোহন ভার্গব- সিলভার স্ক্রিনের সব চরিত্র জীবন্ত হয়ে উঠেছে শাহরুখের অভিনয় গুণে। এর পাশাপাশি তার মায়বী চাউনি, গালের টোল কিংবা মিষ্টি হাসিতে আজও ফিদা ষোড়শীর হৃদয়।
হাঁটুর বয়সী মেয়েরাও তাকে নিয়ে স্বপ্ন দেখে! তিনি হাজারও তরুণীর বুকের ধুকপুকানি বাড়িয়ে দেন নিমেষে!
তবে অন্যান্য বছরের চেয়ে এই বছর শাহরুখের জন্মদিনটা একদম আলাদা। সদ্যই বড় ছেলে আরিয়ান খানের নাম মাদককাণ্ডে জড়ানোর নানা প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন কিং খান। ছেলেমেয়েকে মানুষ করতে তিনি ব্যর্থ হয়েছেন- এমন অভিযোগ এনেছেন কেউ; অনেকে আবার কঠিন সময়ে প্রিয় তারকার পাশে দাঁড়িয়েছেন।
কাকতালীয়ভাবে শাহরুখের জন্মদিনের দিনই ক্রুজ ড্রাগ পার্টি কাণ্ডেরও এক মাস পূর্তি। গত ২ অক্টোবর ভারতের গোয়াগামী প্রমোদতরী থেকে আটক হয়েছিলেন আরিয়ান।

এ বছর জন্মদিনটা কোথায় কাটাবেন শাহরুখ? আদৌও কোনো উদযাপন হবে?
শাহরুখ-গৌরীর পরিচিতমহল সূত্রে খবর, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিন উদযাপন করবার পরিকল্পনা করে রেখেছিল তারকা দম্পতি। তাদের ছোট সন্তান আব্রামেরও তেমনই ইচ্ছা ছিল। কিন্তু সব পরিকল্পনা নাকি ভেস্তে গেছে গত এক মাসের ঘটনার ঘনঘটায়।

আলিবাগ যেতে হলে কোলাবা থেকে জলপথে রওনা দিতে হবে শাহরুখ-গৌরীদের। পাপারাৎজিদের ভিড় মন্নতের বাইরে সারাক্ষণ লেগে রয়েছে। এই অবস্থায় কোনোভাবেই আরিয়ানকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে রাজি নন শাহরুখ। তাই মন্নতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি।
সূত্রের খবর, আরিয়ানের জেলমুক্তির পর হাসি ফুটেছে শাহরুখের মুখে। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ফোনে কথা বলছেন, মেসেজের জবাবও দিয়েছেন। তবে এখনই কাউকে মন্নতে আসতে বারণ করেছেন শাহরুখ; ছেলেকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটু সময় দিতে চান তিনি।