ইজেলের এ সপ্তাহের আয়োজন ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: সত্য এবং কল্পনা’

মেশিন কি মানুষের চেয়েও চৌকষ হয়ে উঠবে? না, এটা নেহাতই বিজ্ঞান কল্পগল্প অনুপ্রাণিত কল্পনা। অবশ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা সংক্ষেপে এআই-এর সাফল্যকে অনেক সময় বুদ্ধিমান কৃত্রিম সত্তার কথা বোঝাতে প্রয়োগ করা হলে, তা ভুল ধারণা ভিত্তি হয়ে দাঁড়ায়। এই সত্তা শেষমেশ খোদ মানুষের সাথে প্রতিযোগিতায় নামবে বলে ধরে নেওয়া হয় তখনই।
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে চমৎকার সব লেখা পড়তে ক্লিক করুন লিংকগুলোতে -