প্রতিবেশি বিড়াল পোষায় আদালতে অভিযোগ!

এক ব্যক্তি তার ফ্ল্যাটে প্রায় ৮০টির মতো বিড়াল পোষেন। সেইসঙ্গে রাস্তার বেশ কিছু বিড়ালকেও নিয়মিত খেতে দেন তিনি। এ নিয়েই বেধেছে বিপত্তি, বিড়াল পোষার কারণে 'পরিবেশ দূষিত হচ্ছে' বলে পরিবেশ আদালতে অভিযোগ করেছেন তার এক প্রতিবেশি। ঘটনাটি ভারতের দক্ষিণ কলকাতার গড়চা লেনের একটি আবাসিক কমপ্লেক্সের।
অভিযোগকারীর দাবি, মোহর চট্টোপাধ্যায় বিড়াল পোষায় তাদের আবাসনের পরিবেশ 'অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, রাস্তার বিড়ালদের খাওয়ানোয় ঠিকভাবে চলাফেরা করতে পারছেন না তারা। খবর আনন্দবাজারের।
তবে মোহর চট্টোপাধ্যায় বলছেন নিয়ম মেনে পরিচ্ছন্নভাবেই বিড়াল পোষেন তিনি। এমনকি ফ্ল্যাটের বিড়ালরা যাতে বের হতে না পারে সেজন্য সুরক্ষা ব্যবস্থা আছে বলেও জানান তিনি। রাস্তার বিড়ালদের খাওয়ালেও অভিযোগকারী যেভাবে বলেছেন, ৮০/৯০টি রাস্তার বিড়াল এলাকাতেই নেই। তাছাড়া, তার পোষ্য বিড়ালসহ রাস্তার বিড়ালদেরও প্রতিষেধক দেওয়া আছে বলে উল্লেখ করে জানিয়েছেন, এক্ষেত্রে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকছে না।
বিড়ালের অজুহাতে তাকে অহেতুক হেনস্তা করা হচ্ছে বলে মনে করছেন তিনি। তাকে বেশ কয়েক মাস ধরে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে, এমনকি অনেকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলেও জানান তিনি।
দেশটির সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, রাস্তার পশু-পাখিদের খাওয়ানো নাগরিকের অধিকার-কর্তব্য। এর ওপর ভরসা করেই আদালতের রায়ের অপেক্ষা করছেন তিনি। আশা করছেন, অসহায় প্রাণীদের দু'বেলা খাবার কেড়ে নেওয়ার রায় দেবেন না আদালত।