অফবিট

ছবি নয় জাদুঘরকে খালি ক্যানভাস বিক্রি করা শিল্পীকে ৬৭ হাজার ইউরো ফেরতের নির্দেশ

জাদুঘরটির ডিরেক্টর লাসে অ্যান্ডারসন জানান, ২০২১ সালে খালি সাদা ক্যানভাস দুটি দেখে তিনি নিজের হাসি থামিয়ে রাখতে পারেননি। তবুও তিনি এই কাজগুলো প্রদর্শনের সিদ্ধান্ত নেন।