বছরের প্রথম দিনে বরিশালের সব জেলায় শিক্ষার্থীদের বই বিতরণ

বছরের প্রথম দিন সারাদেশের মতো বরিশালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে।
সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ-২০২২ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
বক্তব্যে তিনি বলেন, "বছরের প্রথম দিনে নতুন শ্রেণীর ছেলেমেয়েরা নতুন বই হাতে পেয়ে উৎসাহিত হয়। এ বছরও বছর শুরুর দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়।"
জেলা প্রশাসক জানান, এ বছর বরিশালে ১,৫৯২টি বিদ্যালয়ে পর্যায়ক্রমে সাড়ে ১৪ লাখ বই বিতরণ করা হবে। পাশাপাশি বরিশাল বিভাগের আরো পাঁচটি জেলায় বই বিতরণ করা হয়েছে।